নীলহংসী শূণ্যে পাল টানে
দুঃখের আড়ালে কেশদাম উড়িয়ে সোনালী কাঁচুলি বেঁধে, নীলহংসী শূণ্যে পাল টানে কিসের আহব্বানে।
আবেগী,স্বপ্নের কি সীমারেখা আছে।
কেন জ্বলে উঠেছিলো ঝলসানো রৌদ্রময়তা তাবুতে ?
যে অনিঃশেষ মোহমায়া বন্ধনে,স্লেজ ঠেলে নিয়তির
পোষ্টারে এঁকে গেছে দহন...
তবুও কিসের আসায় রাত্রি ভাষায় খোঁজে অমৃত প্রেম ?
ভুলের হাহাকারে পড়ে থাকে মন ছেঁড়া
শূণ্যপালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much