২৬ নভেম্বর ২০২১

রুকসানা রহমান




নীলহংসী শূণ্যে পাল টানে


দুঃখের আড়ালে কেশদাম উড়িয়ে সোনালী কাঁচুলি বেঁধে, নীলহংসী শূণ্যে পাল টানে কিসের আহব্বানে।
আবেগী,স্বপ্নের কি সীমারেখা আছে। 
কেন জ্বলে উঠেছিলো ঝলসানো রৌদ্রময়তা তাবুতে ?
যে অনিঃশেষ মোহমায়া বন্ধনে,স্লেজ ঠেলে নিয়তির
পোষ্টারে এঁকে গেছে দহন...
তবুও কিসের আসায় রাত্রি ভাষায় খোঁজে অমৃত প্রেম ?
ভুলের হাহাকারে পড়ে থাকে মন ছেঁড়া
শূণ্যপালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much