২৬ নভেম্বর ২০২১

অলোক কুমার দাস




মা 


গোপনে তুমি হৃদয় মন্দিরে
কে দিলো এত সৌরভ , এতো প্রাণ,
এর সন্ধান পাইনে,
কে এলো এই গভীর রাতে?
সবই তো ঠিকি আছে
            শুধু তুমি নেই ।

আছো বিস্মৃতির অন্তরালে ।
দেখি তোমার মুখ খানি।
লাল পেড়ে শাড়িতে 
কপালে সেই টিপ,
            হাসিটাও একই রকম ।

তবে কি আমার মনের
বয়স কমে গেলো ? 
চশমা চোখে ভাবি ।
না, তুমি আমার হৃদয়ে ...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much