ফিরে এসো ব্যথারছলে
কুসুম বীথি ভরবে যেদিন,আকুল হয়ে ফাগুন বনে,
সেদিন 'প্রিয়' ফিরে এসো, ফুলেল পথে আমার ঘরে।
উঠোন জুড়ে জ্বলবে সখা,রঙবেরঙা মোমের আলো,
শুন্য গৃহ রাখবো আমি, গভীর ভালোবাসা'য় ভরে।
অনেক দিনের বিরহ'তে,পথটা তোমার হয় যদি ভুল,
ধুলোয় ঝরা পলাশ ফুলে,বাড়িয়ে দিয়ো রাঙা চরণ।
ডাহুক যুগল গান শোনাবে,জোনাকি'রা দেখাবে পথ,
জোছনাধোয়া কোমল রাতে,শেফালী'রা করবে বরণ।
গল্প হবে অনেক সখা,হারিয়ে যাওয়া সেসব দিনের,
শাওন রাতে অঝোর ধারায় বৃষ্টি ভেজা টিনের চালে
অশ্রু ঝরা কপোল খানি ভাসিয়ে নিতো ঝুম বরষায়,
নীড়হারানো বেজোড় ঘুঘু,ভিজতো বসে কদম ডালে।
ওই দূরের ঘাটে খেয়ামাঝি হাকতো বসে,কে পার হবা ?
আকাশ ছোঁয়া ব্যথা নিয়ে,গুড়গুড়িয়ে ডাকতো দেয়া।
স্বজন হারা একলা বুড়ী,ক্ষুধায় কাতর জাগতো নিশি,
এমনি করেই হারিয়ে যেতো,এই জীবনে কালের খেয়া।
সখা,ফিরে এসো ফিরে এসো,এসো 'প্রিয়' আমার ঘরে,
এই বিরহীনি একলা জাগে,কপোল ভেজে অশ্রুজলে।
কত ফাগুন পেরিয়ে গেলো,শিউলি ঝরা ভোরের মত,
ফিরে এসো প্রাণের দোসর,ফিরে এসো ব্যথার ছলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much