সাধের বাগানে
আমার সাধের বাগান সাজিয়ে ছিলাম
মনের মত করে,
ভালোবাসা ও অতি যত্ন দিয়ে একটু একটু করে।
সেদিনের কোন সে ঝরের ভুল ঝরিয়ে দিল ফুল
যেদিন প্রথম মাধুরী মেলেছিল তার মুকুল।
নব প্রভাতের তারা
সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
সে কি মায়া, নাকি স্বপ্ন ছায়া , নাকি শুধুই ছলনা
তারে বোঝা গেল না ও যে চিরবিরহের সাধনা।
তবে কেন সে সাজালো মোরে মিছে মায়ার সাজে
আমি যে আজও একা আপন ভুবনে বসে আছি
পাওয়া না পাওয়ার মাঝে।
আমি কি শুধুই যাব স্রোতে ভেসে
দুর দয়াহিন দেশে।
জানিনা দিন অবসানে কোনখানে পাবো ঠাঁই।
বিধাতার নিঠুর বিদ্রুপে নিয়ে এলো চুপে চুপে
হৃদয়হীন মানুষগুলোকে আজ দেখি
নানা সাজে নানারূপে।
সেদিন আমার দুঃখ জোয়ারের জলস্রোতে
ধুয়ে নিয়ে যাবে মোরে এই সব লাঞ্ছনা হতে।
কৃপা কণা দিয়ে আর ফিরে দেখোনা
দীর্ঘশ্বাসের মাঝেও কখনো আর
আমায় মনে রেখো না।
যেদিন চলে যাব সরে তখন চিনবে মোরে
অবহেলা আর ছলনা দিয়ে
সেদিন আর আমায় বাঁধতেত পারবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much