কই রইলায় বন্ধুরে
কই রইলায় কই রইলায় বন্ধুরে
ও বন্ধু আমারে ভুলিয়া
আমি রইলাম বন্ধু তোমার
স্মৃতির চাদর জড়াইয়া।
ফুল বাগানে ফুটেরে ফুল
ভমর আসে উড়িয়া
আমি রইলাম তোমার আশায়
মনের ভাগান সাজাইয়া।
কোনবা দোষে গেলায় তুমি
আমায় ফাঁকি দিয়া
কথা ছিলো রইবায় তুমি
অন্তরে অন্তর মিশাইয়া।
চাদনী রাতে কাছে আইসা
গেলায় ভালোবাসিয়া
হাতে খোসবো চন্দন দিয়া
কেন গেলায় লুকাইয়া।
তোমার প্রাণে রইলাম তাকাই
আগুন দাও নিবাইয়া
জুন্নুন বলে পাগল মনরে
আর দিওনা জালাইয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much