১৪ নভেম্বর ২০২১

শারমিন সুলতানা


 


মনোহর কল্যাণী হেমন্ত 



বাংলা বর্ষ পঞ্জিতে হেমন্তের বিলম্বিত রূপ 
যেনো শুরু হয় কার্তিক অগ্রহায়ণে,
ক্ষেতে খামারে, রাশি রাশি ধানে ভরে দিয়ে যায় 
স্নিগ্ধ শিশিরের মতো নিঃশব্দ চরণে।

চারদিকে অন্তহীন কর্ম ব্যস্ততা হেমন্তের মনোহর আহ্বানে, 
সে চতুর্থ শিল্পী উদাসীন, পৌঢ় বিষণ্ন 
ধূসর কুয়াশায় নয়ন ঢেকে ফসল ফলানোর 
বৈচিত্র্যে, নিঃসঙ্গ সাধনায় থাকে নিমগ্ন। 

শরৎ রাণীর বিদায়কালে হেমন্ত এসে হাজির হয়
হিমের ঘন ঘোমটায় আবৃত হয়ে,
কৃষকের পরিতৃপ্তির সুর ভাসে সার্থকতায় 
যেনো নবান্নের ধুমধাম আনন্দ উৎসব নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much