চাঁদের বুড়ি
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে
মেঘ গেছে সব ছুটি!
চাঁদে বসে কাটছে বুড়ি
রঙিন সূতোর ঘুড়ি।
ঘুড়ির পিঠে বসে বুড়ি
নামবে নাতির দেশ,
সাত সাগর আর তেরো নদী
খাল পেড়োবে বেশ।
সুন্দর বনের তরু সুন্দরী
বাঁধবে বুড়ির ক্ষুপা,
শাপলা ফুলে গাঁথিয়ে বেনী
গলে পড়াবে মালা।
পাহাড় পর্বত উঁচু টিলা
চুম্বন দিবে গালে!
ময়না টিয়া কোকিল দোয়েল
গাইবে মনের টানে।
বানর বাবাজী বাজাবে ঢুল
বেশম বাজনার তালে।
ময়ূর পঙ্খী পেখম মেলে
নাঁচবে হেলেদুলে।
হাতি ভাল্লুক বাঘ শিয়াল সব
সাহস যোগাবে মিলে;
তাই শুনে সব হরিণের দল
লাফিয়ে ছুটে চলে।
তিড়িং বিড়িং লাফায় হরিণ
বড্ড খুশির লাজে,
চাঁদের বুড়ি কাটবে ছড়া
খুশির আমেজে!
চাঁদের বুড়ি দৃশ্য পটে
অবাক তাকিয়ে রয়,
দুনিয়া দারি এতো সুন্দর
অবাক বিশ্বয়!
চরকা কাটা ছেড়ে দিবো
মিশবো গানের তালে,
জীবন করবো আরও রঙিণ
বুড়ি বলবে না সকলে।
ভালো বাসার প্রতিদান
কেমনে সুধাই আজ?
নিত্য নতুন ছড়া কেটে
ভাসাবো উল্লাস!
বয়স আমার অনেক বেশি
আদতে হয়েছি বুড়ি,
আমার জন্য নয়তো দুনিয়া
চরকা কাটায় সুনাম কুড়ি!!!
অনেক ভাল একটা কবিতা।
উত্তরমুছুনআর এ রকম কবিতা আশায় রইলাম।