১৪ নভেম্বর ২০২১

মাহমুদা মৌ




এক মুঠো রোদ্দুর 



নীলাকাশ পাহাড় সমুদ্র 
পাহাড়ি জলধারার শব্দ  
বয়ে চলা নদ-নদী সবুজ বন-বনানী 
ওরা সন্নিকটে টানতে জানে ।
ধূসর মলিন সময়কে 
সতেজ করে তোলে । 
রাত জাগা ডাহুক ভোর দেখায় 
হেরে যাওয়া নিয়তিকে ডেকে তুলে 
এক মুঠো ঝলমলে রোদ্দুর উপহার দেয় । 
বলে না ভুলের পদ্মপুকুরে ঝাঁপিয়ে
আত্মহত্যা করতে । 
করে না আহত ছুরির মুকুট চালিয়ে 
চায় না জখম করতে তিক্ততা বাড়িয়ে ।
ওরা পৃথিবীর বুকে স্নিগ্ধতা ছড়ায়, 
অসময়ে বসন্ত বাতাস ছড়ায় সর্বত্র ।
ওদের ফুরফুরে বাতাসে ঢেউ তোলে
মিষ্টি প্রেমের স্বপ্নগুলোয় উম্মীলিত 
ভালোবাসার ছায়াতলে 
সময়ে অসময়ে ঘুরে ফিরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much