১৬ নভেম্বর ২০২১

অলোক দাস




আমরা 


গণন্ত্রন্তের রক্ষাকবজ বিরোধিতা, 
বহুততা বাদ তো থাকবেই - 
সবাইকে তো কেউ সন্তুষ্ট কোরতে পারে না I 
সবাই সমান হয় না I 
যার যা কাজ সে তো করবেই I 
শান্তিপূর্ণ প্রতিবাদ হোক সর্বত্র I 
সংবিধান তো তাই বলে I 
এখন যা খেলা চলছে, 
রাজনীতির ঢং না দেখে দেশের জন্যে কাজ কোরে যাওয়াই ভালো I 
মিনিস্টার না হোলেও দেশের কাজ করা যায় I 
মোনে রাখতে হবে যে প্রতিটি আঘাত আমাদের শিক্ষা দেয় I 
অনেকে অনেক কথাই বলবে,--, আমাদের যেটা ভালো আমরা করবোই I

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much