১৬ নভেম্বর ২০২১

গোলাম কবির




পাখি হলাম না কেনো 
  

 অনন্ত বিষাদের দীর্ঘ হিম হিম
 ছায়ায় ঘেরা শিশিরবিন্দু গুলো 
 জমে আছে বুকের ভিতর, 
 এখন এর রঙ হয়েছে 
 ঘণ হলুদ কফ যেমন ঠিক তেমনি।

 বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় 
 দুলতে থাকা মানুষের বিবেক পচনের 
 গাঢ় ক্ষত, ভাগাড়ে থাকা মানবিকতা
 এবং নৈতিক অবক্ষয় ও সাম্প্রদায়িকতার
 বিষবৃক্ষের মহীরুহ হয়ে ওঠা ঠেকাতে
 আমাদের ভালবাসা হোক আজ 
 তোমাতে আমাতে, জাতিতে জাতিতে, 
 দেশ থেকে দেশে ছড়িয়ে যাক সারা 
 বিশ্বব্যাপী- যতো দূর চোখ যায়, ততো দূর! 

 কেনো যে এই হানাহানি, রেষারেষি,
 হিংসা বিদ্বেষ ও ইর্ষা এবং মিথ্যে অহংকার
 বেড়ে যাচ্ছে সাধের এই সুন্দর পৃথিবীর
 মানুষ গুলোর মধ্যে অথচ প্রকৃত মানুষের
 তো এসব থাকার কথা ছিলো না। 
 তাই মাঝেমাঝে মনেহয় - বক, রাজহাঁস  কিংবা অন্য কোনো পাখি হলাম না কেনো!
 যাদের এসব কোনো কুৎসিত স্বভাবই নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much