১৬ নভেম্বর ২০২১

শাহীন রহমান




আমি এখন খুবই একা
 


"জোষ্টি মাসের বকুল গুলো,ঝরছে এসে শেষ শরতে,
খুব কষ্ট লাগে,তুই কেবলি ঝরে গেলি কাল না-বুঝে!  
রেখে যাওয়া স্মৃতিগুলো,থরেবিথরে সাজানো সব,
ভুলতে তোকে পারিনারে,হিয়ার মাঝে বেড়াই খুঁজে !! 

আকাশ জুড়ে শাওন মেঘের ঘনঘটার ভেজা উঠোন,
হারিয়ে গেছে কাদার মাঝে,পিছলে পড়ে গড়াগড়ি ! 
সেই ভর দুপুরে লুকোচুরি,পোড়োবাড়ির দরদালানে,
ঘাম ঝরানো নিঘাদ বেলা,বকুল ফুলের ছড়াছড়ি !! 

গভীর রাতে শিয়াল ডাকা,বুুকের মাঝে গুঁজিস মাথা,
বাঁশ বাগানের মাথার উপর,কোজাগরী পুর্নিমা চাঁদ! 
হারিয়ে যাওয়া হয়নিরে ঠিক,আমি এখন খুবই একা,
ভরা গাঙে কাটতে সাতার,আবার মনে জাগেরে সাধ !! 

শিউলি ফুলের লাল বোটাতে,সিঁদুর মাখা রক্তজবা,
কোন শহরে থাকিস এখন,সে দেশে কি বকুল ফোটে ! 
গোলাপ কাঁটায় রক্ত ঝরে, সরসে ফুলে মৌমাছিরা,
মধুর আশায় ব্যাকুল হয়ে,এ ফুল থেকে সে ফুল ছোটে !! 

সারাক্ষণই পায়রা গুলো,বাকুম বাকুম প্রেমের গানে,
আবার কিন্তু আসিস ফিরে,আমি এখন খুবই একা! 
আমার যাবার সময় হলে,আমি কিন্তু চলেই যাবো,
তখন শুধু কাঁদবি এসে,আর পাবিনা আমার দেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much