১৬ নভেম্বর ২০২১

গোলাম রববানী




সুখ গেছে নির্বাসনে 


সুখে থাকলে মানুষের ভূতে কিলায়
দুখে থাকলে মারে মড়ার উপর খাঁড়ার ঘা, আ!
মানুষের রক্তে মানুষ ডুবে যায়

জানো-তো রাস্তায় উঠলে কেরামতি বাড়ে
চায়ের দোকানে গেলে সরস্বতী ক্ষ্যাপে
আর মাঠে ময়দানে রাজপথে মোড়ে গৃহাঙ্গিণায়
মাৎস্যন্যায়ের মতো ওম্নি সব ঢোক গিলে খায়
স্পার্টাকাসেরা সব চিতাতলের ছাঁইপাষ হয়ে রয়

শুধু আমার এই বোবা মুখটি
সদ্য দাফন হওয়া ঘর গোরস্তানের ধুলোবালির 
মতো উড়ে উড়ে ক্ষতবিক্ষত হয়
দুঃখিনী বর্ণমালা অক্ষম প্রতিবাদী শব্দ তৈরিতে

যুগে যুগে কালে কালে কতো কালানল হলো
জাহেলি কাল থেকে মহামারি কাল
এই আকালের মতো কোনো কাল দেখিনি মালিক

এ কেমন মানুষ জন্ম পেলাম মনিব ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much