ভালবাসা, আসলে তুমি কি
এখন ভালবাসা একটা সোনার হরিণ!
অথচ আমার কাছে তা ছিলো একদিন হঠাৎ
একটা ধ্বংসপ্রাপ্ত পুরাতন সভ্যতার
নবতম আবিষ্কারের উল্লাসে ফেটে পড়া!
মাঝেমাঝে মনেহয় ভালবাসা একটা
প্রকাণ্ড ভূমিকম্প শেষে গতিপথ
বদলে যাওয়া ব্রহ্মপুত্র নদ!
আবার কখনো মনেহয়
কোনো একদিন নরম সকালবেলা
ঘুম ভেঙে জেগে উঠে শোনা পাখিদের
কিচিরমিচির আর ফুলের সুবাসে
অপার ভাললাগা অনুভবের ডাকনাম।
ভালবাসা, আসলে তুমি কি?
আমার আজো হলো না তা বোঝা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much