২৮ নভেম্বর ২০২১

মুন চক্রবর্তী




ভালবাসা হাইজ্যাক হলে


মরশুমি বাহারে ডাক দিলে আপন হয় পৃথ্বী 
ছুটে চলা হেথা হোতা মঞ্জরি গল্প আলাপনে
ফুটেছে হাজার শীতের প্রহর ছুঁয়ে লাল সাদা গোলাপি 
অবুঝ মন বিবাগী পাহাড়িয়া ঝরণার সাথে
মেঘ সাদা উড়ে কেমনে শিশির হয় ঘাসে ঘাসে
আজ বুঝি ভালোবাসা হাইজ্যাক হয় শ্বেত শুভ্র কাননে
তারে দেখেছি কেবল চোখ খুলে কোনো অজনায়
তার কাছে গিয়ে লজ্জায় ফিরে আসি শ্রেষ্ঠত্বের শিরোপায়
জন্ম যার মাঠে ঘাটে নর্দমায় স্রষ্টার ঘরে তার প্রত্যহ আনাগোনা 
তার ভালোবাসায় ছুটে আসে মৌ নানান অছিলায়
নানা নামে ফোটে অহরহ নন্দন হয় মনের গৃহ কোন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much