২৮ নভেম্বর ২০২১

রুকসানা রহমান





শঙ্খলাগা জ্যোৎস্না


টুকরো,টুকরো খোঁড়াদুপুর,বৈরাগী গেরুয়া বসন
আঙ্গিনায় নিঃশ্বাস।
জলহারা নদী গভীর শূণ্যের দিকে চলে যায়। 
চরাচর ছুঁয়ে।

শঙ্খলাগা জ্যোৎস্না।নিরব রাতে ঠোঁটের কবোষ্ণ
কাতরতা রাফওয়ার্ক।
স্বপ্নের অজুহাতে নিরব রাত,কাব্যহীন গৃহস্থ
ভাঙা মগ্নতা নৌকার খোলে।
আচঁল সরালে নদীতে শ্রাবণ,তারচেয়ে ঘোমটা
টানা থাক বাকিটা সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much