২৮ নভেম্বর ২০২১

সীমা সোম বিশ্বাস

 




কি লিখি তোমায়


নিজের মুখেতে বললে সেদিন 
"একটা কবিতা লেখো আমার জন্য। 
কি লিখি তোমায়? 
জীবনের পড়ন্ত এক বিকেলে 
হলো আলাপ পরিচয়  ।
জীবন অপরাহ্ণে এসে দেওয়া-নেওয়ার কিছু নেই ;
শুধু চেয়ে চেয়ে থাকা
আর ভালোলাগা ।

কবে  কখন হয়ে গেলে
  আমার শুভানুধ্যায়ী 
বুঝিনি তো আমি ।
রোজ বিকেলে তোমার ফোন এলে 
বেখেয়ালী  মন তোমাকে চাই ।
ভেসে আসা মিষ্টি কন্ঠের আবেশ 
জড়িয়ে ধরে গহীন অন্তরে ।
তোমার মিষ্টিমধুর  হাসির সুর
  এসে হৃদয় জুড়ায় ।
কখনো দেখিনি দু চোখের তারায় 
তোমার আদরমাখা  মুখখানি । 
তবু মন ছুঁয়ে যাওয়া বিকেলগুলো 
রোজ অপেক্ষায় থাকে  কথা বলবে ভেবে ।
সময় পেরিয়ে গেলে  আবেগী মন শুধু তোমাকেই খোঁজে, 
কেন জানি না?  

মায়া ভরা কন্ঠে বললে সেদিন, আপনার অভিরুচি অনুসারে 
অদৃশ্য চিত্রকর হয়ে 
এঁকে যাবে আমারে ।
তবু পড়বে না অভ্যাসের বেড়াজালে!
একথা শুনে  বিহ্বল মন
একলা ঘরে শান্ত সন্ধ্যায় ভাসে অশ্রুজলে!
কেউ দেখেনা কেউ বোঝে  না ।

তোমার মনের ক্যানভাসে এঁকেছো যে ছবি 
নিজের রং তুলি দিয়ে তাঁকে নাও গড়ে 
তোমারই মতো করে।
দেখবে তখন শুকতারা হয়ে 
জ্বল জ্বল করে উঠবো তোমার হৃদয় উঠোনে
জীবনের কোনো এক  সায়াহ্নে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much