২৮ নভেম্বর ২০২১

দেলোয়ার হোসেন সজীব




উন্মোক্ত সম্পর্ক


সম্পর্ক গুলো হোক উন্মোক্ত
পাখি গুলো উড়ুক আকাশে,
সন্দেহের বেড়াজাল মুক্ত
যেখানে ভালোবাসা যুক্ত।

উড়ে বেড়াক গাঙচিল
আপন মনে তেপান্তর,
বেলাশেষে ফিরবে পাখি
আশার দোয়ার খুলে রাখি।

কিছু মুক্ত বাতাস
কিছু সজীব নিঃশ্বাস,
স্বপ্ন গুলো কথা বলুক
স্বপ্ন গুলো স্বাধীন চলুক।

স্বপ্নিল মনে স্বপ্ন নির্মাণ
হোক মানুষ স্বপ্ন সমান,
রটে যাক যা তা যত্রতত্র
সম্পর্ক থাকুক পবিত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much