নতুন ধারাবাহিক "কালো ক্যনভাস "
লেখাটি পড়ুন এবং অন্যদের পড়তে সহযোগিতা করুন লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম এই লেখার আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে লিখতে সহযোগিতা করবে।
কাল ক্যানভাস
(৬ষ্ঠ পর্ব)
প্রায় একসপ্তাহ হাসপাতালে থেকে বাসায় ফিরল নীলা। নীলাকে অনেক প্রশ্ন করেও নীলার বাবা মা কোন তথ্য নিতে পারলেন না। শুধু নীলার অবচেতন মুখে " প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন " এই কথা থেকে জালাল সাহেব অনুমান করলেন যে এটা ইশতিয়াকের কাজ। তখন ইশতিয়াকের মেসে গিয়ে খোঁজ করে জানলেন সে চলে গেছে কেউ তার ঠিকানা জানেনা । একবার ভাবলেন পুলিশে জানাবেন কিন্তু নিজেদের মানসন্মানের কথা ভেবে চেপে গেলেন। কিন্তু এই নীলা আর সেই নীলা রইলোনা। আগের সেই আনন্দময়ী কিশোরীটি হঠাৎ করেই যেন বদলে গেছে। অল্প আওয়াজেও সে ভয়ে কেঁপে উঠে। কারও সাথে কথা বলতে ভালো লাগতোনা। পরীক্ষাটাও আর দেয়া হলোনা । বন্ধুরা ছুটে এলো, এসে দেখলো নীলা অসুস্থ কিন্তু কি হয়েছে জানলোনা। কারো সাথে কথা বলেনা সে শুধু ফ্যাল ফ্যাল করে কিছুক্ষন চেয়ে থেকে দু হাতে মুখ ঢেকে ডুঁকরে কাঁদে। পুরো একটা বছর বিভীষিকার মধ্যে কাটলো নীলাদের পুরো পরিবারের। মা বাবার স্নেহ আর ভালোবাসায় আস্তে আস্তে সেরে উঠল নীলা। কিন্তু পুরো একটা বছর বৃথাই খসে পড়ল নীলার জীবন থেকে। বাবার উৎসাহে আবার পড়াশোনা শুরু করল নীলা।
চলবে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much