আভিজাত্য অবহেলা
বসন্তের ফুল ফোঁটানো সুবাসিত গন্ধে
তোমাকে দেখেছি ধানমন্ডির
বিলাস বহুল প্রাসাদের বাতায়ন পাশে
সদ্য ফোঁটা লাল গোলাপ হাতে
আনমনা হয়ে দাঁড়িয়ে থাকতে ।
কখনো বা পড়ন্ত বিকেলে ভ্রমণেরচ্ছলে শিশু পার্কে
আবার কখনোবা ভোরের পাখি না জাগার পূর্বেই
তোমাকে দেখেছি যৌবনে মুক্ত খগের মতো অবাধে
প্রেমের অনন্তাকাশে বিচরণ অকুতোভয় প্রাণে।
সভ্যতার বিশাল এই নগরীতে
যেথায় তোমার পায়ের চিহ্ন পড়েছে
সেখানকার পরিবেশ পরিস্থিতি
সর্বদাই আমাকে মুগ্ধ করেছে ।
প্রেমোভিলাশী মন সময়ের সুযোগে
আনমনে নিবেদন হাত বাড়াতে গিয়ে
পরাস্ত হয়েছি আভিজাত্যের অহংকারের কাছে
অবহেলায় ঘৃণার চোখে উপহাস করেছো মোরে ।
সে দিন থেকে যখন যে ভাবে
দুঃখাচ্ছান্ন ভঙ্গুর হৃদয়ে বিস্মৃতি বহে
চীর চেনা শহরের ওলি গলিতে
পথ চলেছি একাকী হয়ে ।
জানিনা এ পথ চলার শেষ কোথায়
ভুল করে নিজেকে প্রশ্ন করি !
কেনইবা এমন ভালো লাগা ভালোবাসা
মানব সমাজে জীবন ভরি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much