০২ অক্টোবর ২০২১

শিবনাথ মণ্ডল




এবার জামা দেবে মামা


যেদিন থেকে ঠাকুরের গায়ে
পড়েছে খড় মাটি
আনন্দে ছেলে মেয়েরা
করছে ছোটাছুটি।
দূর্গাপূজো এসেগেলে
স্কুলে পড়বে ছুটি
 বাবা আমায় কিনেদেবে 
লাল নীল জামা দুটি।
বাবা কবে আসবে মাগো
আনবে কবে জামা
মা বলছে শোনরে খোকা
জামা দেবে মামা।
বারে বারে বলে খোকা বাবা
আসবে কবে ফিরে
খোকা জানেনা বাবাতার
অকালে গেছেমরে।
মাগো তোমার আগের মত
নেইকো মুখে হাসি
কাঁদতে তোমায় মানা করেছে
আমার ছোটো মাসি।
সাদা কাপড় পড়া দেখলে বাবা
বকবে তোমায় খুব
খোকার কথাশুনে মায়ের 
ফেটে যায় বুক।
বুকের মাঝে জড়িয়ে ধরে
মা বলছে খোকা
বড়ো হলে বুঝবি সবিই
এখন তুই বোকা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much