এইরকম একজন চাই
এইরকম একজন চাই সে কিনা
আমাকে খোঁজ নিয়ে বলবে তুমি কি করছো?
খেয়েছো ?শরীরটা ঠিক আছে তো?
এইরকম একজন মানুষ চাই।
এইরকম একজন মানুষ চাই সে কিনা
কথা বলতে বলতে ঘড়ির দিকে তাকাবে না
কথা বলতে বলতেই শুধুই আমার তোমার কথা
এমন একজন মানুষ চাই।
এমন একজন মানুষ চাই সে কিনা
আমাকে জড়িয়ে ধরবে, বুকের উপর দু হাত দিয়ে
সযত্নে আদর করবে, কখনোকখনো দুটোটে চুমু দেবে
শরীরের উপর দুপা দিয়েবলবে,তুমিতো শুধুইআমার
এইরকম একজন মানুষ চাই সে কিনা,
আমার কথা ভাববে আমার কথা বলবে
হাজারো রকম সমস্যার মধ্যেও অজুহাত দেখাবেনা
সত্যিই আমি এরকম একজন মানুষ চাই।
এইরকম একজন মানুষ চাই বিতর্ক হবে না
অশান্তিতে দুজনা কেউই কথা বন্ধ রাখবো না
শুধুই যেন ভালোবাসাগুলো ফুল হয়ে ফুটে উঠবে।
এমন একজন মানুষ চাই সে কখনো অন্য কিছু খুঁজবে না
শুধুই আমি আর সে, নীল আকাশটা ,আর নদীর স্রোত দেখে
হাতে হাত রেখে হেঁটে যাবো, বলবো ভালো আছি।
এমন একজন মানুষ আমি চাই, সে কিনা
আমাকে ভাববে ,আমাকে খোঁজ নেবে
আমার হাজারো রকম দুঃখের পাশে সুখ এঁকে দেবে
আমি এমন একজন মানুষ চাই সে কিনা
তার জীবনের অভাব গুলো আমাকে বলবে
কখনো একাধিক চোখে চোখ রেখে বলবে না
আমি অনেক কিছু করতে পারি, সাহস আছে আমার
আমি এমন একজন মানুষ চাই সে কিনা
সাদা পৃষ্ঠা জুড়ে রং তুলিতে, শুধুই আমি থাকবো!
আমি এমন একজন মানুষ চাই সে কিনা?
অনেকটা পথ হাঁটতে হাঁটতে দুজনা পাশাপাশি থাকবো
অন্ধকার ঘনিয়ে এলে ঘুমিয়ে পড়বো এক চাদরে
সকালবেলা টায় এলোমেলো চাদরে হাত লাগাবে তুমি
বলবে আমরা বেশ ভাল আছি, আমরা বেশ ভাল আছি
শুধুই আমার জন্য তুমি ,তোমার জন্য আমি
এখানে অন্য কেউ নেই সযত্নে তুমি আর আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much