মিছিলের মুখ
মাকড়সার জালকে মাকড়ের জাল বললে
নাক সিঁটকানো এলিটেরা
ভূমধ্যসাগর থেকে ডানা ঝাপটানোর শ্রম
না জেনেই তিনি কৃষকবন্ধু
সুতরাং বুক ফুলিয়ে নিজেকে গোবিন্দ তেলী
মনে করতে অসুবিধা নেই।
বহুদূর ডানা ঝাপটিয়ে উড়তে উড়তে
শিকারের নিকট গেলেই
দলপতি জেগে উঠেন কাঁচি হাতে
ডানা ছেটে ফেলে দিলেন।
তারপর আয় আয় মন্ত্র উচ্চারণ করে বলেন
চলো মিছিলে পা রাখি।
ক্ষত সারাতে মোক্ষম কাজটি না করেই
ঠান্ডাঘরে রাখি বডি কিংবা শরীর
গতদিনের বাসী সবজির মতো।
মিছিলে আসে না প্রকৃত বেনিফিসারী।
গেলো বছর তারও কেটে নেওয়া হয়
বেঁচে থাকার মুষ্টিবদ্ধ হাত-এখানেই
সম্ভাবনা ছিলো একটি চারাগাছ।
০১:১০:২০২১
ভোর:০৫টা ২৩মি
কুমারঘাট।
চমৎকার কবিতা
উত্তরমুছুন