শ্লথ দিবস
একটা গোটা দিন কেমন কেন্নোর গতিতে হেঁটে গেলো
একটা সিলিং ফ্যান সারাদিন ঘুরে চললো
কেন্নোর পায়ের জলছাপ শুকিয়ে গেলো
গলার ভেতর তেষ্টা তেমন করে জলও পেল না ।
এমন সময় একটা পাথরেরও আকার পেয়ে যাওয়ার কথা।
এমন সময়ে মহাভারতের একটা পর্বও শেষ হওয়ার কথা।
এমন সময়ে জল
সাবান কাচায়
বাসন মাজায়
ঘর মোছায়
শরীর বৃত্তে ,কতো কতো চক্কর কাটে।
এতো বৃষ্টি হয়েছে আজ
গঙ্গাও তেমন করে বইতে পারেনি জল।
অথচ টিভি র খবরে জানা গেলো
একটি পরিবারের মাথার ওপর বাড়ি ভেঙে পড়েছে।
আর তাতে একটি বৃদ্ধা একটি শিশু মারা গেছে ,
এবং একটি শিশু জন্মেছে..
বন্ধু বিন্দাস সুউউউউউউনদর
উত্তরমুছুন