ব্যথা
সকালে আকাশের মুখভার হলে
উদাসীনতা বন্ধক রাখে ছুৎমার্গ
ব্যথার সঙ্গে সমুদ্র ভ্রমণে যায় আরেক ব্যথা
মেঘ ছুঁয়ে যায় আকাশের বুক
আরও জমাট হয় গোপন দাগ
বাউন্ডুলে জীবনের অভ্যাসী সংলাপ
অন্তর্লীনে দেয় জ্যামিতিক মোচড়
ঢেউয়ের কথায় উঠে আসে ভাসান-বিগতশোক।
নোনাজলে ডুবতে থাকা নিঃসঙ্গতা
কখনো বোঝেনি সুদূর-বসতের ছায়াসঙ্গীর ব্যথা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much