চুলদানি
অমরত্বের লোভ দেখিয়ে এ কোন চুলদানিতে নিয়ে এসে রাখলে দয়াল? কামিনী কাঞ্চনের ম ম নাচ,চোখ ফেরালেই অজস্র হাত।যাদের ভাতা আছে ভাতার নেই।ভিক্ষাশ্রী নিয়ে দাঁড়িয়ে আমার দেশ।মল আছে ত্যাগ নেই।গাছ কাটা কসাই পরিবেশবান্ধব। বায়বীয় সম্পর্ক শুধুই কাগজের ফুল।গন্ধ বললেই ভেসে ওঠে সারি সারি পোড়া লাশ।টাকার ঢিবি করার নেশায় সময় রঙের মানুষ শুধুই ছুটছে। ছুটতে ছুটতে নিজের গন্তব্য পেরিয়ে চলে যাচ্ছে অন্য এক চুলের দেশে।সেখানে কোনো ফেরা নেই।এক ভাদুরে দম্পতি রাস্তা আটকিয়ে প্রেম শেখায়।কেউ কিছু শেখেনা।ভুলে যাওয়ার ভান করতে করতে ভুলে যায় সেও একদিন মানুষ ছিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much