বাজপাখি ছুটে আসছে
( কৃতজ্ঞতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, একটি লাইন কবিতার প্রয়োজনে ব্যবহার করেছি এই কবির)
ল্যাম্পপোস্টর মতো অনাদর আর হাহাকারে কাঁদছে উৎসবের বর্ণীল আয়োজন।
এখানে ওখানে বর্ণহীন নিষ্প্রভ সময় এখন।
ঘুমন্ত মানুষ নয় বিপ্লবীর খুব প্রয়োজন আজ।
মৃত্যুর মিছিলের পথ আগলে যে দাঁড়াতে পারেনা
সে আমৃত্যু ঘুমিয়ে থাকুক।
অন্ধকার ঠেলে দাঁড়ানো পূর্ব পুরুষের ভিটেমাটির পোড়া গন্ধে কাঁদছে দূর্বাদল,
ওদের কান্না অবিকল তোমার আমার মতো।
গনতন্ত্রের ভণ্ডামিতে সংবিধান ফিরে যেতে চাইছে বাহাত্তরে।
সেদিন আর দূরে নেই
বাজপাখির মতো ছুটে আসবে নতুন প্রজন্ম।
ঘুমিয়ে থাকা মানুষেরা জড়ায়ু ঠেলে ভূমিষ্ঠ হবে অন্ধ সময় তাড়াতে।
গাঢ় সে সন্ধ্যায় জোৎস্না লুটোপুটি খাবে দ্রোহের উত্তাপে,
আমাদের কবর কিংবা চিতায় অলৌকিক মায়া ফেলবে
মানবতার দীর্ঘ মিছিলের ছায়া।
আদিগন্ত ফসলের ক্ষেত ছেড়ে পালাবে
মাজড়া পোকার মতো জ্যান্ত মালিকানা।
মায়েরা পড়াতে ভুলে যাবে শিশুদের
" ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠোরে"
শিশুরা তখন পড়ছে...
আমাদের ধর্ম হবে ফসলের সুষম বণ্টন,
আমরা ফিরিয়ে এনেছি পৃথিবীর ভারসাম্য,
আমরা ছিড়েখুঁড়ে ফেলেছি ধর্ম নামের মুখোশ,
আমরাই বাজেয়াপ্ত করেছি
মানবতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much