২৬ অক্টোবর ২০২১

জি,এম,লিটন




কষ্টের জীবন


হাজার সুখের পশরা সাজাই,
দুঃখেই কাটে দিন।
আঁধার,কালো পথেই দেখি,
শুধু স্বপ্নগুলোই রঙ্গিন। 

জীবন কাটে যুদ্ধ করে,
বাস্তবতার সাথে---
সুখের ফেরিওয়ালা সাজি আমি,
হাজার কষ্টের মাঝে।

দিন চলে যায়,মাস চলে যায়,
বছর আসে ঘুরে। 
সুখ পাখিটা দেয়না দেখা---
থাকে অচিন পুরে। 

জীবন চলার পথে আমার 
আসে শুধু বাঁধা,
যতই সামনে যাই এগিয়ে ---
দেখি গোলকধাঁধা। 

জীবন সংগ্রামে,মাঝেমাঝে ---
পথ হারিয়ে ফেলি।
তবুও,কষ্টটাকে বুকে চেপে,
হাসি মুখেই চলি।

জীবনের দুঃখ, দেখলে অনেকেই--
সামনে, আড়ালে হাসে
সান্ত্বনাতো দেয় না কেউ,
কেউ থাকেনা পাশে।

তবুও জীবন যায়না থেমে,
চলে অবিরাম। 
কষ্টের জীবন কেটেই চলে---
পাইনা কোন দাম।

তবুও জীবন সবার কাছে---
অমুল্য এক সম্পদ,
জীবন ঘড়ির জং আসিলে,
বাড়ে যে বিপদ।1

দেহের মাঝে থাকবে যতক্ষণ---
প্রাণেরই স্পন্দন। 
প্রভুর মতে সাজিয়ে নিও---
তোমারই জীবন। 

পাঁচ স্তম্ভে সাজালে কেউ---
আপনও ভুবন।
সার্থক সদা জেন তুমি,
মহিমান্বিত সেই জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much