২৬ অক্টোবর ২০২১

শাহিদা ফেন্সী





কবি কি তবে সত্য বলেছেন 


বাঙলার মানচিত্র জুড়ে আজ নৃশংসতার দাবানল
পুড়ে খাক হচ্ছে হরিকেল বঙ্গ পুন্ড্র গৌড় সমতট
 নীল খুনে রঞ্জিত পলিমাটি থেকে রাজপথ 
ফিরে এসেছে চেঙ্গিস বখতিয়ার পাবলো,গারাভিতোর দল 
মানুষের ভয়ে মানুষ হবে বুঝি আবার গুহাবাসী
 বিস্মিত ঘৃণায় তাকিয়ে দেখবে অবাক প্রাণীকুল! 

আমার সাধের মাতৃভূমি আজ মাতৃহারা
পিতৃত্বের পৌরুষ আজ বেহিসেবি উদ্ধত একরোখা 
দিকে দিকে রাক্ষস-খোক্ষসের নখ দন্ত জ্বলজ্বলে জ্বলন্ত
আজ রাষ্ট্রের অপর নাম হতাশা বিষাদ শোষণ ভয় আতংক
ত্রিশ লক্ষ শহীদের ষাট লক্ষ চক্ষু হতে ঝরছে আক্ষেপাশ্রু
 সাধের জীবন মোরা করেছি দান এ কোন সন্তানের জন্য। 

নয় ড্রোন যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র ভূমিকম্প,
চীন ভারত আমেরিকা রাশিয়া হামলা করেনি কোন
জঙ্গিরা ঘটায় সিরিজ বোমা, আগুনে পুড়ে ছাঁই হয় গৃহ
মানুষের ‘হাতে’ মানুষ মরছে সান্ত্বনা পাবো কেন?!

অন্যায়ের এক হাত উঠলে কেন দশ হাত এক হয়
প্রতিবাদের কণ্ঠ কেন তোমায় আমায় সাথে না পেয়ে 
মাঠেই মারা যায়! মিথ্যা কেন অট্ট হাসে সত্য গুমরে মরে
কবি কি তবে সত্য বলেছেন,সবকিছু নষ্টদের অধিকারে যাবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much