২৬ অক্টোবর ২০২১

ফাহমিদা ইয়াসমিন ( ইংল্যান্ড )




প্রীতির ঘুড়ি


ডানে-বামে উড়ছে কতো নানা রঙের ফানুস
এ সব কিছু দেখছি আমি কারণ আমি মানুষ
দেখতে হবে চোখের সামনে বাবার নিথর লাশ
একটু পরেই খাবার খেতে ফিরতে হবে পাশ

চোখের সামনে ঘটবে কতো বাহারি ঘটনা
আমায় নিয়ে কাছের মানুষও ছড়াবে রটনা
তবুও ভালোবেসে উড়াতে হবে প্রীতিরঘুড়ি
এই ভাবে ঠিক বাঁচতে হবে, গড়তে স্বপ্নপুরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much