২৪ অক্টোবর ২০২১

গোলাম কবির




বাঙালির হৃদয় ভাঙার গল্প 


 এই হৃদয়ের চেয়ে বড়ো মন্দির, মসজিদ, 
 কাবা যদি না থাকে কোনো নজরুলের
 লিখার মাধ্যমে যা পাই , তা যদি 
 বিশ্বাস করি বা করো সে কথা,
 তবে বলবো -
 হৃদয় তো ভেঙে গেছে কবেই, 
সেই ১৯৪৭ এর দেশ ভাঙা থেকেই! 
 যখন আমার পূর্ববাংলা ছেড়ে হিন্দু ধর্মের
 লোক হবার অপরাধে সুনীল, শীর্ষেন্দু,
 সত্যজিৎ, অমর্ত্য সেনরা রাতের আঁধারে
 কাউকে কিছু না বলে চলে যায় 
ওপার বাংলায় রিফিউজি অথবা বাঙ্গাল
 নামের তুচ্ছ তাচ্ছিল্য করার কপাল নিয়ে!
 এমনিভাবেই ওপার বাংলা হতেও 
 যাঁরা এসেছিলো একই করুণ নাটকের 
 পশ্চিম বাংলা ভার্সনের বাস্তবায়নে
 মুসলিম গণ তাঁরাও এখানে এসে
 একইভাবে ঘটি নামে কাটিয়ে দিলো 
 জীবন আজ হবে পঁচাত্তর বছর প্রায়! 
 দেশ ভাঙা সর্বস্ব হারা বাঙালিদের মতো 
 এরকমভাবে হৃদয় পৃথিবীর আর 
 কোনো জাতির ভেঙে ছিলো কিনা 
 আমি জানিনা তা। 
 এখনো সেই হৃদয় ভাঙার পাঁয়তারা 
 চলছে হরদম দুইপারেই 
 শোনা যায় যখন তখন!
যাঁরা এসেছিলো এবং যাঁরা চলে গেলো
তাঁদের যদি না দেখা পাও, 
তো ওদের উত্তরপুরুষের কাউকে 
জিজ্ঞাসা করে দ্যাখো, 
বলো তাকে - তোমার ক্ষত কি শুকিয়েছে 
নাকি তা আরো দগদগে ঘা'র মতো হলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much