২৪ অক্টোবর ২০২১

কাজী ইনাম এর ধারাবাহিক গল্প "একরাত্রি" শেষ পর্ব

এই সময়ের অন্যতম স্বনামধন্য উপন্যাসিক কাজী ইনাম এর চতুর্থ উপন্যাস এর প্রস্তুতি চলছে এখন  একরাত্রি শেষ হলো ধারাবাহিক গল্প ।  "স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকায় " পাঠকদের কাছে অনুরোধ লেখাটি পড়ে লেখক কে উৎসাহ প্রদান করুন আরো ভালো কিছু পাবার আশায়। 





একরাত্রি
             (শেষ পর্ব)
    


                                    ফসার আজ সারাদিন রাবেয়ার ঠোঁটের কোণে একটু হাসি দেখার অপেক্ষায় ছিল। তার মনের অশান্তিটা কমত তা।
আলোটা একটু জ্বালি? রাবেয়া জানে আফসার জেগে আছে।

আলো জ্বালবে কেন? আফসার তটস্থ হয়ে জানতে চায়।
ঘড়ি দেখব।

ঘড়ি দেখতে হবে না।আড়াইটা বাজে।
আমার কিছু কথা আছে।

রাবেয়া বাতি জ্বেলে দিল।আলো তার চোখে লাগছে।অন্ধকারটাই তো ভাল ছিল।সে একবার বাতি নেভানোর কথা ভাবল। নেভাল না।পা তুলে দিয়ে বিছানায় বসল।তাকে দেখে মনে হয় গল্প করতে বসেছে
অথচ সে এসেছে ভীষণ সিরিয়াস কিছু কথা বলতে।কঠিন বক্তব্যের ভূমিকা বুঝি এমনই রসালো হয়।রাবেয়া চুপ করে আছে।যা বলতে এসেছিল আফসারকে দেখার পর আর বলতে পারছে না।ভীষণ অসহায় চোখে আফসার তারই দিকে তাকিয়ে আছে
যেন এই মামলার রায় রাবেয়া তাকে পড়ে শোনাবে।রাবেয়া এই দুর্বল মানুষটির স্বভাবভালো করে জানে
সে যদি এখন তাকে বলে- কাল তোমার কিছুই হবে না।হাসিমুখে বাসায় ফিরবে তুমি- আফসার শান্তিতে ঘুমিয়ে যাবে।কিন্তু এমন কথা রাবেয়া কী করে বলে? যে স্বপ্ন সে নিজে দেখেনা আরেকজনকে তা দেখায় কেমন করে? সে জানে কাল কী হবে।কাল আফসারের ফেরা হবে না।রাবেয়া কিছুই বলল না।বাতি নিভিয়ে শুয়ে পড়ল।সে ঘুমানোর চেষ্টা করছে না। ঘুম ভাঙলেই যে আগামীকাল।
 জগৎসংসারে চিন্তার বাইরের ঘটনাই ঘটে বেশি
সেই সন্ধ্যায় আফসার ফিরে আসে।মামলা থেকে মুক্ত হয়ে ঘরে ফেরেবাসায় তাকে নিয়ে তীব্র উত্তেজনাছেলেমেয়েদের কথা আর শেষই 
হয় না।মরিয়ম তার দরদী মন থেকে অনেক কথা বলল।ছোট্ট কুসুম সেও অবোধ্য ভাষায় তখন থেকে কী যেন বলছে সরব বাড়িটাতে নিশ্চুপ আছে শুধু রাবেয়া।আফসার আসার পর থেকে একটা কথাও সে বলেনি।কেন জানি লজ্জা পাচ্ছে।একটা নির্লজ্জ সুখ আড়াল করতেই সে ক্ষণে ক্ষণে রাঙা হচ্ছে।আফসার তাকে কিছু বলবে তারই অপেক্ষায় আছে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much