২৪ অক্টোবর ২০২১

কবি মিশ্র




নবমীর রাত


আমায় নিয়ে তুই একটা গল্প লিখবি
বলেছিলি ,সে বারের পুজোর সময়...
আজও লিখে উঠতে পারলি না!
আজকে ও তুই এলি না
গল্পটা খাতার মাঝে আটকে গেছে...

সে বছর রহিম চাচা, যখন বাঁশ, খড়, দঁড়ি মাটি নিয়ে ঠাকুর গড়বে, প্রস্তুতি নিচ্ছিল
বলে ছিলাম তাকে, আমার ও এই ভাবে প্রতিমা গড়বি তুই
তোর খাতায় কলমে...

আবার ও একটা প্রতিমা গড়ার সময় হয়ে এল
ষষ্টি, সপ্তমী, অষ্টমী,গেল
 নবমীর রাতে ও তুই এলি না..
তোর প্রতিমা কি বেশ্যা বাড়ির মাটি পায় নি ?
রহিম চাচা বলেছে, 'মা দূর্গা তো আমার সামনে'
আমি তো হেসে বাঁচিনে, তুই বুঝলি না কেন ?

বাঁশের কাঠমায়, খড়,মাটি দিয়ে মৃন্ময়ী রূপ পায় মা
আমি তখনও থাকি সেই অন্ধকারে
আমি যে বারবনিতা...

আমায় নিয়ে গল্প লিখবি....
বলেছিলি...
আজও এলি না তুই..!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much