মায়াবতীর সন্ধানে
কাজলে লেপ্টে থাকা চোখের কোণে যে এক ফোঁটা মায়াও লুকানো থাকে সে কথা তোমার অজানা,
দামী ব্রান্ডের গাঢ় রঙা লিপস্টিকের নিচে ঢাকা পরে যাওয়া ঠোঁট জোড়ায় যে মায়া লেগে থাকে সে ও তোমার অজানা।
তোমার জন্য শখ করে পড়া নীল শাড়িটার প্রতিটি ভাঁজে যে কতটা মায়া লুকানো থাকে সেটাও তোমার ভীষণ অজানা!
তুমি গল্পে,আড্ডায় নাকি ভীষণ আক্ষেপে বলে বেড়াও-
একজন মায়াবতীর খোঁজে তুমি আজও নিরুদ্দেশ!
অথচ মায়াবতী যখন নিজের মাঝে লুকোনো মায়ার প্রান্তর নিয়ে তোমার সামনে এসে দাঁড়ায় -
তুমি তখন কত সহজে সেই মায়াকে উপেক্ষা করে,
অন্য কোনও দিকে অন্য কারোও দিকে মনোনিবেশ করে যাও!
যেখানে একবার,শুধুই একটাবার চোখে চোখ রাখলেই তুমি মায়াবতীকে খুঁজে পেতে,
সেখানে তুমি নিরুদ্দেশের মতো এ জগত সংসারে না জানি কোন মায়ার পেছনে ছুটে চলো!
যে মায়ার সন্ধানে তুমি মায়াবতীকেই দূরে সরিয়ে দাও,
সেই মায়ার প্রপাত নিয়ে মায়াবতী তোমার অপেক্ষায় আঁচল বিছিয়ে বসেই আছে!
তুমি শুধু একবার পেছন ফিরে মায়াবতী বলে ডেকে দেখো-
হয়তো এক জীবনের ধারণকৃত সবটুকু মায়া সে তোমার চরণতলে বিছিয়ে দেবে নিঃশব্দে!
তুমি শুধু একটিবার মায়াবতী বলে ডেকেই দেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much