২৪ অক্টোবর ২০২১

রোজী খান




উত্তপ্ত পারদ
 

তোমার অবহেলার উত্তপ্ত পারদে
অঙ্গার হোক আমার পৃথিবী 
তোমার দেওয়া এক ঝাঁক কষ্টে 
হৃদয় চিরে বৃষ্টি ঝরুক,
আমার প্রতি উদাসীনতায়
সৃষ্টি হোক তোমার
নতুন কবিতার ছন্দ,
পৃথিবী কবিতাময় হোক তোমার 
রচিত মহাকাব্যে।
লিখতে বলবো না আর
কখনো আমাকে নিয়ে কাব্য;
প্রফুল্ল থেকো বন্ধুর আড্ডায় 
আর বইমেলার ফটোসেশনে 
বায়না ধরবো না আর 
কখনো ছবির মহড়ার অংশ হতে,
চাইবো না আর গোলাপের 
পরশে ভালোবাসায় সিক্ত
হয়ে জন্মতিথি স্মরণে ,
রয়ে যাব তবু দুরাশার ধরণীতে
অতৃপ্ত ভালোবাসার টানে,
ইচ্ছে গুলো দিয়ে দিলাম তাই 
আমৃত্যু নির্বাসনে,
তুমিহীন বিনিদ্র রাত্রিগুলো 
তোমার আঘাতেই বিদগ্ধ হোক,
অনুরাগের সুর তুলে 
মেঘবালিকার সকাল হোক,
নিস্তব্ধ নিথর জনমানবহীন
মন কেমন করা বিকেল হোক,
অভিমানে এক আকাশ ভেসে
যাওয়া মেঘের ভেলায়
বৃষ্টিমুখর সন্ধ্যা হোক।
তারপর শ্রাবণের বাদল দিনে 
শত সহস্র অভিমান বুকে জমা নিয়ে 
আলোকহীন বিষন্ন মলিন হৃদয়ে 
জলভরা চোখে এক পৃথিবী
স্বপ্ন নিয়ে অপেক্ষা করব
বৃষ্টি ভেজা সন্ধ্যায় ,
তুমি ফিরবে নকশী কাঁথার 
মাঠে বর্ষণভরা নয়নে 
সেইদিন আবারো বৃষ্টি হবে 
বর্ষণমন্দ্রিত অন্ধকারে  ভাসিয়ে
নিয়ে যাবে শুধুই তোমাকে -আমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much