বহুক্ষণ অপেক্ষায় ছিলাম ও জানতাম "হবেই দেখা সিন্ধু " ।
দেখা হয়নি সিন্ধু।
আজ ভোরে দক্ষিনের দরজা খুলে দেখি -
চারপাশে ঘাসের ওপরে সারি সারি শিশির বিন্দু।
আকাশ তো স্থির
একই জায়গায় যুগ যুগ ধরে I সূর্য একই স্থানে স্থির চিরদিন।
আমাদের চারপাশে সবই বিদোমান।
তাই দূরে যাবার প্রয়োজন কেন?
তবুও আমরা যাই দূরে, একই মাটি ও একই আকাশ।
শুধু পরিবর্তন, যাকে বলে "হাওয়া বদল "।
এখন জীবন পাল্টাচ্ছে অতি দ্রুত।
বুঝে নিতে হবে সবকিছু - কারণ আমি আমার মোতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much