২৩ অক্টোবর ২০২১

রুকসানা রহমান এর ধারাবাহিক উপন্যাস "উদাসী মেঘের ডানায়"১৫

 চলছে নতুন  ধারাবাহিক  উপন্যাস "উদাসী মেঘের ডানায়
লেখাটি পড়ুন এবং অন্যদের  পড়তে সহযোগিতা করুন  লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম  লেখার। 
আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে  লিখতে সহযোগিতা করবে। 






                                                                     উদাসী মেঘের ডানায় 
                                                                                               (পর্ব ১৫)


রাত প্রায় দশটা,বাজে তৃষ্ণা ডিনার সেরে বারান্দায়
এসে বসলো,আকাশে হালকা মেঘ, ঝাপসা হয়নি
রাতের আকাশের তারার ঝিলিমিলি স্পষ্ট নয়
হয়তো কোথাও চাঁদ উঠেছে তবুও হালকা আলোর
আভাস মন জুড়ে ছড়িয়ে আছে।
ফোনটা বেজে উঠলো
তৃষ্ণা-অপু দেরি করলে যে?
অপু- অভিমান হয়েছে বুঝি?
তৃষ্ণা- আমার বয়েই গেছে। চিন্তা হয় দিনকাল ভালোনা তাই।
অপু- যাক তাহলে চিন্তা করো খুশি হলাম,সহজে তো
কিছু বলোনা, পেট খালি হবার ভয়ে।
তৃষ্ণা-ভালো হচ্ছেনা অপু ফোন রেখে দিবো কিন্ত।
অপু- মোনালিসা রাগ করতে হয়না। বাসায় বড় চাচা
এসছিলো ডিনার করে গেলো একটু আগে।
তৃষ্ণা-আমি কি,কৈফিয়ত চেয়েছি।
অপু- আাকাশের,মতন তুমিও আজ হালকা মেঘলা হয়ে আছো একটা গান গাও,মন,ভালো হয়ে যাবে।
তৃষ্ণা-না গাইবোনা আজ গান।
অপু - প্লিজ, প্লিজ তৃষ্ণা একটা রবীন্দ্র সংগীত খুব
শুনতে ইচ্ছে হচ্ছে, গাওনা।

আমারে ডাক দিলো কে ভিতর পানে
ওরা যে ডাকতে জানে
আশ্বিনে ওই শিউলি শাখে মৌমাছিরে
যেমন ডাকে
ঘরছাড়া আজ ঘর পেলো যে
হাওয়ায় হাওয়ায় কেমন করে
খবর যে তার পৌচ্ছুলেরে
ঘরছাড়া ওই মেঘের টানে।

অপু মন দিয়ে শুনলো কিছুটা সময় দুজনায় নিরব
নিরবতা ভেঙে অপু বললো--
-রবীন্দ্র সংগীতটা শুনে আজ আবারও নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেলাম মোনালিসা।

তৃষ্ণা-তুমিতো ছায়ানটের ছাত্র ছিলে আজ তুমি একটা
গান গাওনা।

অপু- অবশ্যই গাইবো আমার স্বপ্নের গানটি আজও গাওয়া হয়ে ওঠেনি,বিশেষ দিনে বিশেষ সময় ঠিক
গাইবো।
আমাদের বন্দি থাকা স্বপ্নরা নানান রঙের কষ্ট ক্লান্তি
একাকীত্বের যন্ত্রণা  যা কিছু আছে সব যখন
ছুঁড়ে ফেলেছি  নতুন করে বাঁচতে চাই শুধু তোমাকে
 নিয়েই। বাঁচাতে চাই তোমার দুঃস্বপ্ন গুলো জলে ভাসিয়ে একসাথে।

তৃষ্ণা-রাত সাড়ে বারোটা বাজে সকালে অফিস আছে
ঘুমাতে যাও।

অপু -যাচ্ছি গো যাচ্ছি বড্ড বিরক্ত করো তুমি।

-আমি আবার কখন বিরক্ত করলাম

-করো তুমি জানোনা,একদম ঘুমাতে দাওনা।

তৃষ্ণা-থাক আর মায়ায় জড়াতে হবেনা ঘুমাতে যাও।
শুভরাত্রি 
শুভরাত্রি



                                                                                                                          চলবে......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much