২৩ অক্টোবর ২০২১

উম্মে হাবীবা আফরোজা



আমিত্ব 


এই মায়ার শহরে
ভালোবাসায় সাজিয়ে নিয়েছি নিজেকে নিজের মতো করে।

মেঘেদের কাছে জমা রেখে শতো অভিমান নিত্য বিভোর আমি ভালো আছি করে যাবো ভান। 

আক্ষেপের কোলাহল ছেড়ে
চলে যাবো বহু দূরে 
বেঁধে নেব নতুন সুরে। 

মন বাড়িতে এসো যেটুকু সত্য আছে তা ওই আমিত্বের বৃত্তে।

এক টুকরো শান্তির অন্বেষণে
কানে  গুঁজেছি তুলো
চেনা পৃথিবী চিনছি নতুন করে।

আমার মনের ক্যানভাসের প্রান্তিক সীমানাও পারোনি তুমি  কবু ছুঁ'তে।

পিছে ফেলে সব পিছুটান 
বেসুরেই গাইব গান
তবুও ফিরবো না তোমাদের নীড়ে।

আমাকে বুঝোনি,আমার আমিকেও খুঁজোনি, যেদিন থামবে কোলাহল, থামবে জীবন গাড়ি,সবার সাথে ভাব ছেড়ে করবো সেদিন আড়ি।

দূরের বাতাসে নাকি ঘ্রাণ বেশি 
আমি সেই ঘ্রাণ হবো,
গভীর রাতের জোছনা হবো,
ভাসবো বৃষ্টির জলে, যখন শহর জুড়ে বর্ষা আসে নেমে।

আমাকে জানতে হলে,আমাকে যে পড়তে হবে, আমার প্রিয় আমিত্বটাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much