০৫ অক্টোবর ২০২১

শারমিন সুলতানা রিনা




মেলেনা হিসেব


বিরহ আগুনে পুড়ে যদি মরি
ভয় তাতে বলো কিসে
তুমিতো থাকবে চিরকাল এই
আমার ভূবণে মিশে 

নিভৃত প্রেমের বিনিময়ে কেউ
কখনো পেয়েছে সুখ
তবু জ্বলে পুড়ে ভালোবেসে কেউ
মিছেমিছি বাঁধে বুক 

সেই কবে কোন এলোমেলো ক্ষনে 
চোখ ছিলো টলমল
সেই অশ্রুতে আজ পূর্ণ দীঘি
ঝলমল করে জল 

প্রেমিক হৃদয় হিসেব করে কি
কখনো বেসেছে ভালো
অনেক হিসেব মেলেনা জীবনে 
যতো পুড়ে হোক কালো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much