০৫ অক্টোবর ২০২১

লেখক শান্তা কামালী'র ধারাবাহিক উপন্যাস "বনফুল" ৫

চোখ রাখুন স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকার পাতায় লেখক শান্তা কামালী'র  নতুন ধারাবাহিক  উপন্যাস "বনফুল" 




                                                                    বনফুল 
 
                                                                        ম পর্ব 

                                      জুঁই গাড়িতে উঠে বসলো, কতরকম ভাবনারা দোল খেলে যাচ্ছে জুঁইয়ের মনে। পলাশের সাথে দেখা হওয়ার পর কোথা থেকে শুরু করবে ইত্যাদি। 
এই ভেবে ভেবে কখন যে এজিবি পয়েন্ট চলে এসেছে জুঁই বুঝতেই পারেনি, ড্রাইভার বললো মেমসাব আমরা এজিবি পয়েন্ট চলে এসেছি, জুঁই বাস্তবে ফিরে এলো। জুঁই এদিক ওদিক দেখতে লাগলো পলাশ নির্দিষ্ট  পয়েন্টে এলো কি না, জুঁইয়ের চোখ পড়লো সামনেে গলির দোকানের পাশেই পলাশ দাঁড়িয়ে আছে। জুঁই ড্রাইভারকে বললো ঐ দোকানটা সামনে যান,পলাশের সামনে গাড়ি থামতেই জুঁই গাড়ির দরজা খুলে পলাশকে গাড়িতে উঠে আসতে বললো, পলাশ ও কোনো রকম সংকোচ না করেই জুঁইয়ের পাশের সিটে বসলো। জুঁই ড্রাইভারকে হাতিরঝিলে যান। 
পলাশ বেশ আশ্চর্য হয়ে জুঁইকে দেখছে …..
এর আগে অনেক বার জুঁইকে দেখেছে কিন্তু জুঁই এতো সুন্দরী, সেটা সে কোনো দিন ভালো করে তাকিয়ে দেখেনি। 
কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে জুঁইকে, হয়তো শাড়িতে আরো বেশি সুন্দর লাগছে। জুঁই প্রশ্ন একটা করে কোনো উত্তর পাইনি।
  সিটে বসার সাথে সাথে জুঁই জিজ্ঞেস করেছিলো কেমন আছেন?
পলাশ উত্তর দিতেই ভুলে গেছে.... 
ড্রাইভার বললো মেমসাব  আমরা হাতিরঝিল চলে এসেছি। জুঁই পলাশকে বললো নেমে আসুন, জুঁই ড্রাইভারকে বললো আপনি গাড়ি কোথাও পার্ক করে রেখে দিন। জুঁই পলাশকে বললো সামনে চলুন কিছুটা সামনে গিয়ে খুঁজে একটা নিরিবিলি জায়গা দেখিয়ে জুঁই পলাশকে বললো চলুন  ঐখানটায় বসি । মুখোমুখি দুজনেই চুপচাপ বসে আছে, কি বলবে ঠিক বুঝতে পারছেনা জুঁই!
ঠিক তখনই পলাশ বলে উঠল হঠাৎ করে আমাকে কেন ডেকেছো বলতো? 
নিরবতা ভেঙে জুঁই উত্তর দিলো, ডেকেছি যখন বলবো তো নিশ্চয়ই, আমি আপনার কাছে সরাসরি একটা কথা জানতে চাইছি? আপনি কি কাউকে পছন্দ করেন?  পলাশ উত্তর দিলো বুঝতে পারলাম না। 
আপনি কি কাউকে ভালোবাসেন ?
পলাশ উত্তর দিলো সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি, আমার মতো বিত্তহীন ছেলেদেরকে কেউ ভালোবাসে না। 
জুঁই বলে উঠলো ভাগ্যিস  কেউ বাসেনি। 
পলাশ বললো মানে? 
জুঁই হালকা করে উড়িয়ে দিলো কথা টা। মানে টা আমিও জানি না। 
পলাশ যতবার জুঁইয়ের দিকে তাকাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে, কি অপরূপা সুন্দরী। 
জুঁই হঠাৎ করে বললো আমি আপনাকে সরাসরি একটা কথা বলার জন্য ডেকেছি। 
আমি আপনাকে ভালোবাসি..
জুঁইয়ের মুখে ভালোবাসার কথা শুনে পলাশের চোখ ছানা বড়া হয়ে গেছে, কোথায় জুঁই আর কোথায় সে.... 
পলাশ বেশ কিছুক্ষণ চুপ করে বসে ভাবতে লাগলো। জুঁই পলাশকে প্রশ্ন করলো কিছু বলছেন না যে? 
পলাশ কি উত্তর দিবে ঠিক বুঝতে পারছেনা।


                                                                                                         চলবে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much