প্রকৃত মানুষ
প্রকৃত মানুষ একলা ভীষণ,
সমুদ্রের এক একটি আছড়ে পড়া
ঢেউয়ের চেয়েও একা,
মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা
তালগাছের চেয়েও একলা ভীষণ!
প্রকৃত মানুষ মানেই দুঃখী মানুষ,
প্রকৃত মানুষ মানেই নিদ্রাহীন মানুষ,
প্রকৃত মানুষ মানেই এখন
সবার চোখেই ব্যর্থ মানুষ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much