প্রেমের পরাগায়ন
কে যায় উড়ে উড়ে উত্তরের বাউল
চাদর দুলে দুলে তার সাদা সাদা মেলেছে পেখম
আকাশের পয়ার গীতিকায় এঁকেছে নরমে
গীতিকাব্যের মাধবী চুম্বন।
আহা এ যে শরতের মেঘ-ভেলা ভাসা
বাউল আদলে তরঙ্গ রাহাত যমুনার মতন!
মেঘের শারদ লিপিকা নিয়ে ছুঁয়েছে আমায়
আশ্বিন বিকেলের মোহলগ্ন রোদ
ছুঁয়েছে নদীর কিনারে
সাদা দোপাটি আঁচলে কাশেদের ইতিকথা
বাতাসের মিলিত যাপন
ঐ নদী জলে ফেনাদের লাবন্য ছুঁয়েছে
হলুদ মিনজিরি ফুলের শিল্পীত কথন!
নদী-জল সংলাপে উঠেছে মেতে সন্ধ্যামতি গাংচিল
সমাগত সন্ধ্যার রূপোলী মায়ায়!
উচ্ছাস মাতাল সুরে বেঁধেছে লহরী ধ্রুপদ
চাঁদের সানকিতে ধরে শরত-রাতের সুরমন্দ্র জোছনা পরাগ
আরো কিছু রাত্রি নিশীথে যখন সরে যাবে সব কোলাহল আঁধারের রূপ ছুঁয়ে ছুঁয়ে হবে
ঐ দূর নীহারিকার মিটি-মিটি বাসর!
তারাদের তখন থোকা থোকা প্রেমের
তুমুল পরাগায়ন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much