কাব্যের দেহে সৌরভ
কবিতাকে নিয়ে সবাই মাতে
রাত্রি কাটে কবিতারই সাথে,
ঘুমকাতুরে জাগে সারারাত
কাব্যেরবুকে প্রেমিকার হাত।
স্বপ্নে বিভোর কবিতার ঘ্রাণে
অসমদোলা লেগেছে প্রাণে,
শৃঙ্খল হৃদয়ে এলোমেলো ঝড়
কী অদ্ভুত শক্তি কবিতা তোমার।
কবিতার দেহে বর্ণিল সৌরভ
রাত্রিনিশিথে প্রাপ্তিতে গৌরব,
রাগ-অভিমান কবিতার সাথে
ধরা দিয়েছে জ্যোসনা রাতে।
চাঁদের আলোয় কবিতার স্নান
আচমকা মেঘ করে দিল ম্লান।
নগ্ন কবিতা সারা রাত্রি জুড়ে
তৃপ্ত করেছে হৃদয় উজাড় করে।
১৫.৯.২০২১ প্রথম প্রহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much