মৃত্যুহীন
বেঁচে আছো কিনা তাও জানি না!
কোনও নাম নেই তোমার—
তোমার ভাবনাকে আমি নাম দিই অবেলায়
কোনও ছবি নেই তোমার—
তোমার ঠিকানা আমি নিত্য লিখি কবিতায়
কোনও স্পর্শ নেই তোমার—
তোমার স্পর্শ আমি ছুঁয়ে থাকি কেয়াপাতায়
তুমি বেঁচে আছো কিনা জানি না,
মৃত্যুহীন হয়ে আছো জানি
এই অর্বাচীন প্রগলভ ভণিতায়…
ভালো লাগলো। ❤️❤️
উত্তরমুছুন