২১ সেপ্টেম্বর ২০২১

পূর্ণিমা ভট্টাচার্য ( টুকুন )


জীবন তরী


জীবনটাকে উপভোগ করতে হলে

জীবন স্রোতে গা ভাসাও,

জীবন তরী বাইতে হলে

ছোট্ট একটা বৈঠা নাও।

     চলবে তরী তরতরিয়ে

     স্রোতের অনুকূলে,

    বড্ডো ধীরে যাবে

     যখন স্রোতের প্রতিকূলে।

ঝড় ঝঞ্জা আসবে কত

সামলে নিতে হবে,

এগিয়ে যাওয়ার সাহস খানা

তখনই তো পাবে।

       শ্যাওলা এসে আটকে দেবে

       জীবন তরীর পথ,

    তবুও তরী বাইতে হবে

      হোকনা নানা মত।

দুই কুলেতে দেখবে কত

ঘাটের ছড়াছড়ি,

প্রলোভনে থামবে না যে

বাইতে হবে তরী।

    চলতে পথে ক্লান্ত হবে

     আসবে দ্বিধা দ্বন্দ,

     সাগর বুকে মিশবে যখন

      দেখবে কি আনন্দ।

  

1 টি মন্তব্য:

thank you so much