ক্ষয়িষ্ণু মানবতা
মুখ বুজে নিভৃতে সহে চলার নাম ধৈর্য
হন্যে হয়ে খুঁজি জীবনের মানে নিত্য
বিশ্বাস ভঙ্গের ধৃষ্টতা জন্মে অবিশ্বাস
ক্ষোভের বহিঃপ্রকাশ ক্ষয়িষ্ণু মানবতা।
লোভ লালসার কামুক বাসনা ঘিরে
হীনমন্যতা গোমরাহি অতল গহ্বরে
কতো অনিয়ম মিথ্যাচারের ছদ্মবেশ
তলিয়ে যায় পথ ভ্রষ্টতায় পাপাচারে।
বিবেকবোধ ক্রমশ তলানিতে ঠেকে
শান্তির সুবাতাস রূদ্ধশ্বাসে পরাভূত
অহংকারী মনোভাব পোষণ ফলশ্রুতি
নিষ্পাপ মনের দেয়াল ভেঙে হয় চুর।
মরুভূমির রৌদ্রস্নাত মরীচিকা চকচকে
স্বার্থের মোহে স্বর্ণালি অর্জন কালিমালিপ্ত
বিশ্বাসের জায়গায় দাবানলের লেলিহান
শিখা উদগীরণে ভস্মীভূত হয় আপনালয়।
প্রকৃতির নিয়মে ফিরে আসে পৃথিবীর সব
বিশেষ পরিবর্তন হতে দেখিনি জীববৈচিত্র্য
ক্রমাগত স্রোতের বিপরীতে ধাবমান মানুষ
বাসযোগ্য পৃথিবী নিন্দিত নরকের প্রতিচ্ছবি।
নির্লোভ নির্ভেজাল শান্তি প্রিয় সমমনা মানুষ
সংখ্যায় অতিব নগণ্য বলে মৃয়মান নিশ্চুপ
আভিজাত্য অহংকারী বর্বরোচিত অমানুষ
সুপ্ত আগ্নেয়গিরির মতো ছড়িয়ে আছে সর্বত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much