২১ সেপ্টেম্বর ২০২১

কবি পরাণ মাঝি'র কবিতা


অনন্ত হাঁটা চলতে থাকে


উদ্বায়ু প্রেম বুদবুদে মিলিয়ে যায় 

অসংখ্য জলযোগ পেরিয়ে হিরণ্ময় পাখি 


আলোয় আলোয় বৃষ্টি নামে

শীতল শুভঙ্কর প্রতিরক্ষার লেকে বোবা ডাকাডাকি


তোমার কাছে যাই যতবার

ফিরে ফিরে আসি ততবার


মানুষের মর্মান্তিক অসুখ সেরে গেলেও অনন্ত হাঁটা চলতে থাকে 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much