বিধাতার বিচার
হে করোনা করুণা করো আমাদের
যাদের ঘর নেই কি হবে তাদের?
তোমার জন্য গোটা দেশে কার্ফিউ হয়েছে জারি,
আলিঙ্গন থেকে বিরত সব এ কেমন মহামারী।
হে করোনা তুমি এত কেন ভয়ংকর?
তোমার মধ্যে এত কেন মৃত্যুর ঝড় ।
তৃতীয় বিশ্বযুদ্ধের তুমি একাই শত্রু পক্ষ,
তোমাকে পরাজয় করা এটাই আমাদের লক্ষ ।
হে বিধাতা তুমিই রক্ষা করো আমাদের ,
বলো,যাদের ঘর নেই কি হবে তাদের ?
মৃত্যুর গন্ধ আজ গোটাবিশ্বে এই বাংলার বায়ু,
ধনী গরীব কে আর কোথায় কমে যাচ্ছে আয়ু।
হে বিধাতা চেয়ে দেখ বিশ্বজগত পানে,
কেন মৃত্যুর ভয় ডাকছে সকল প্রাণে ?
মানুষ ধর্ম,বর্ন ভুলে হয়েছে আজ এক,
বিধাতারই বিচার এটা কেমন লাগে দেখ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much