জাগ্রত বিবেক
যাদের কথায় কাজের মাঝে
বিন্দুমাত্র নেই মিল,
তাদের ভিতর বসবাস করে
শয়তানের ঐ দিল।
অন্যের টিনের চালে ঢিল
ছুঁড়া যাদের স্বভাব,
ভালো মন্দ জাগ্রত বিবেক
তাদের বড়ই অভাব।
এরা সর্বক্ষণ ব্যস্ত থাকে
অন্যের ক্ষতিতে লিপ্ত,
অন্যের ভালো দেখলে এরা
হয়ে উঠে ক্ষিপ্ত।
হিংসার অনল ক্রমেই বাড়ে
বলেছেন মোর বিধাতা,
যতই হোক অন্যায় অবিচার
হোক নিষ্ঠুর বর্বরতা।
কেনো করো বলোনা বন্ধু
অন্যের তুমি ক্ষতি?
কোথায় তোমার জ্ঞান বুদ্ধি
কোথায় তোমার নীতি?
এসব ছেড়ে এসো সবাই
ঈমানের পথে চলি,
মানুষের মন্দ ঢেকে আমরা
ভালো দিকটা বলি।
অন্যের দোষ ঢাকলে তবে
প্রুভ খুশি হয়,
শুধু ভালোবাসা দিয়ে বন্ধু
করো বিশ্ব জয়।
অন্যের ক্ষতি করলে বন্ধু
নিজের ক্ষতি হবে,
নৈতিক শিক্ষা না থাকলে
মানুষ হবে কবে?
ভালো কাজে সফল সবাই
মন্দ কাজে ক্ষতি,
দ্বীনের পথে থাকলে পরে
বাড়বে মনের গতি।
অন্যের ভালো হয় যেনো
হোক মোদের চাওয়া,
বললে সবাই লোকটি ভালো
এটাই শ্রেষ্ঠ পাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much