২১ সেপ্টেম্বর ২০২১

মাধুরী বিশ্বাস




নিকোটিন 


আমি বড় বিষাক্ত জানো তো 

তুমি এভাবে আমায় নেশা কোরোনা ।

উফ্ একটু দাঁড়াও, ধৈর্য রাখো

জানি জানি তুমি খুব উতলা, নেশা নেশা...

ওগো.... জায়গাটা সার্বজনীন 

আমার দেহে তোমার ঠোঁটের স্পর্শ 

এখানে নিষিদ্ধ নিষিদ্ধ ।

জানি তুমি শুনবে না, 

ধরাবে আগুন জ্বালাবে আমায়

দীর্ঘ টানে পান করবে ঘন-ঘন

আসক্ত আবেগী ঠোঁটের চুম্বনে চুম্বনে

তৃপ্তির নদে গা ভাসাবে তুমি, 

আমি ধোঁয়ার সাথে ধীরে... ধীরে....

প্রবেশ করবো তোমার শরীরে।

প্রতিটি চুম্বনে একটু একটু করে

ঝরে পড়বো ছাই হয়ে।

শেষ পর্যন্ত তুমি আঙুলের মাঝে জড়িয়ে ধরে রাখবে ।

শেষ চুম্বনের বেলায়... একবার তাকাবে আমার গায়।

তারপর, চুম্বনটা সেরেই... ছুঁড়ে ফেলবে আমায় 

সেই সার্বজনীন রাস্তায় ।

আমি যে... শুধুই নিকোটিন ।

নেশা... নেশা .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much