২১ সেপ্টেম্বর ২০২১

শান্তা কামালী

 



অষ্টপ্রহর 


মেঘ উড়ে যায় অদ্ভূত খেয়ালে

মন চায় আজ বাতাসে ভাসি

বোঝ কি তুমি, তোমায় যে আমি

কতো বেশী ভালবাসি ?


স্নিগ্ধ কোমল কাশফুল হয়ে

ভাসবো আমি রঙের মেলায়,

রঙিন বিকেলে আজকে আমি

দেখতে চাই যে শুধু তোমায় ।


তুমি যে বড় অহংকারী

অনেক বেশী স্বার্থপর,

বুঝেও কেন বোঝনা তুমি

তোমায় ভাবি আট-প্রহর ।


সকাল থেকে সন্ধ্যা হলো 

তোমার কোনো বার্তা নাই,

সুখ- সাগরে ভাসতে চেয়ে 

পেলাম শুধু যন্ত্রণাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much